বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়ানের খাল থেকে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
আজ বুধবার বেলা ১০টার দিকে উপজেলার কালাইয়া ইউপির গ্রামীন ব্যাংকের সামনে কালাইয়া-দশমিনা খাল থেকে এ লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে লাশটি খালের পাশে ঝাউয়ের মধ্যে স্থানীয়রা ভাসতে দেখতে পায়।
পড়ে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে বেলা ১০টার দিকে পুলিশ এসে লাশ উদ্ধার করে বাউফল থানায় নিয়ে যায়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশ এখনো কেহ শনাক্ত করেনি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।