ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ সারা দেশে সাংবাদিক নির্যাতন ও মামলায় জড়িতের হয়রানির প্রতিবাদে বাউফল প্রেসক্লাবের সামনে আজ(মঙ্গলবার) সকাল ১১টায় সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে বাউফলে কর্মরত সিনিয়ার সাংবাদিক আমিরুল ইসলাম, বাউফল প্রেস ক্লাবের সভাপতি কামরুজ্জামান বাচ্চু (জনকন্ঠ), এম মিজানুর রহমান (প্রথম আলো), মোঃআবুল বশার, আরেফিন সহিদ,কৃষ্ণ কর্মকার প্রমুখ অংশ নেন।
ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার লেখক মুশতাক আহমেদ কারাগারে মৃত্যুর ঘটনা,সাংবাদিক নির্যাতন ও মামলায় জড়িয়ে হয়রানির প্রতিবাদে সারাদেশেই মানববন্ধন ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দ্রুত আইন বাতিলের দাবি জোড়াল হচ্ছে।