অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবিমূলক ফেসবুক গ্রুপ পুলকিত বাউফলের উদ্যেগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও স্ট্রেচ বিতরন করা হয়েছে। আজ ১৯-০৩-২০২১ তারিখ শুক্রবার সকাল ১১ ঘটিকার সময় বাউফল উপজেলা পরিষদ সংলগ্ন মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পুলকিত বাউফলের এডমিন মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলার নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন। আরো উপস্থিত ছিলেন পুলকিত বাউফল গ্রুপের এডমিন প্যানেলের সদস্য মোঃ সালাউদ্দিন সুবিন,মোঃ সাইফুল ইসলাম, মোঃ জামাল হোসেন, মোঃ সাইদুর রহমান (সাংবাদিক), মোঃ মেহেদী হাসান,সাওরিয়া মিরাজী( মিতু), বিশিষ্ট সমাজসেবক ফয়সাল আহমেদ খান, মোঃ নিয়াজ মোর্শেদ,হুমায়ুন কবির খান,মোঃ মারুফ হোসেন, মোঃ আরিফ হোসেন।
বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন
পুলকিত বাউফলের কার্যক্রমে সন্তুষ্ট প্রকাশ করেন, এবং স্বেচ্ছাসেবিমূলক যেকোন কর্মকান্ডে যতটা সম্ভব সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেন।
উল্লেখ্য আজ ০২ জন প্রতিবন্ধী ব্যাক্তিকে হুইল চেয়ার এবং ০১ জন প্রতিবন্ধী ব্যাক্তিকে স্ট্রেচ প্রদান করা হয়।
কনকদিয়ার মোঃ খোকন হাওলাদার, দাশপাড়ার মোঃ সাঈদ আহমেদ ও বাউফল ইউনিয়নের মোঃ মিলনকে এ উপহার প্রদান করা হয়।
এছারাও আজ গ্রুপের পক্ষ থেকে মরহুমা নার্গীস আক্তারের পরিবারকে আর্থিক সামান্য কিছু সাহায্য প্রদান করা হয়।
গ্রুপ প্রতিষ্ঠার পর থেকেই গ্রুপের এডমিন এবং সদস্যদের উদ্যেগে বিভিন্ন স্বেচ্ছাসেবিমূলক কর্মকান্ড করা হচ্ছে।
গ্রুপের মডারেটর সাইদুর রহমান বলেন এই অনলাইন গ্রুপটি একটি স্বেচ্ছাসেবিমূলক গ্রুপ। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করে থাকি মানুষের পাশে ধারানোর। ভবিষৎতে ও আমাদের এ কার্যক্রম অব্যহত থাকবে।