স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় শুরু হয়েছে দুই দিনব্যাপী উন্নয়ন মেলার।
তারই ধারাবাহিকতায় গতকাল ২৭-০৩-২০২১ তারিখ বাউফল উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় পাবলিক মাঠে শুরু হয়েছিলো উন্নয়ন মেলার।
আজ ২৮-০৩-২০২১ তারিখ সন্ধ্যায় আনুষ্ঠানিক ভাবে মেলার কার্যক্রম শেষ হয়।
এ বারের উন্নয়ন মেলায় সরকারি-বেসরকারি অন্তত ৩২ টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
প্রতিটি দপ্তরই তাদের স্টলগুলোতে নিজেদের কার্যক্রম সমূহ তুলে ধরেন।
আজ সমাপনি দিনে মেলায় অংশগ্রহনকারী সকল দপ্তর সমূহকে সম্মাননা পুরষ্কার প্রদান করা হয়।
পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে বাউফল উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য,বাংলাদেশ সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ স ম ফিরোজ (এমপি)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মোতালেব হাওলাদার, বাউফল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, বাউফল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিসুসহ প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা।