পটুয়াখালীর বাউফলে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার দায়ে ০৬ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। আজ ০৫ এপ্রিল ২১ তারিখ সোমবার সকাল ৯.৩০ ঘটিকা থেকে দুপুর ১১.৩০ ঘটিকা পর্যন্ত বাউফলের পৌর শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন।
এসময় ০৬ জন ব্যবসায়ীকে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় অপরাধ বিধান লঙ্গন করায় সর্বমোট ১১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
দন্ডপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন মোঃ জামাল হোসেন, মোঃ আনোয়ার, মোঃ বশার, শেখর বনিক, তরিকুল ইসলাম, মোঃ রুবেল,জলিল সিকদার।
এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিনামূল্যে মাস্ক বিতারন করা হয়
বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন আমাদের এ অভিযান চলমান থাকবে। জরিমানা করাটা আমাদের উদ্দেশ্য নয়, আপনারা সরকারের দেয়া নির্দেশনা মেনে চলুন এতে করে আপনারাই সুস্থ থাকবেন ।
কোন ব্যক্তি/প্রতিষ্ঠান এই লকডাউনের আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।