পটুয়াখালীর বাউফলে নিম্নমানের ইট দিয়ে একটি সেতুর দুই পাশের সংযোগ সড়ক নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৭-২০১৮ অর্থবছরে বাউফল উপজেলা পরিষদ সংলগ্ন সেতু (এমপি ব্রিজ) নির্মাণের উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। পৌণে তিন কোটি টাকা ব্যয়ে সম্প্রতি সেতুটির মূল অংশের কাজ সম্পন্ন হয়। বর্তমানে সেতুর দুই পাশে সংযোগ সড়কের নির্মাণ কাজ চলছে। এখানে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ করেন একাধিক এলাকাবাসী।
সরেজমিনে পরিদর্শনকালে এনামুল নামের এক ব্যক্তি বলেন, দক্ষিণ প্রান্তে নিম্নমানের টুকরো ইট দিয়ে সলিং করা হচ্ছে। সেতুর উত্তর প্রান্তে সংযোগ সেতুর ঢালাইয়ের কাজ সম্পন্ন করা হয়েছে। সেখানে নিম্নমানের ইট দিয়ে সলিং শেষে আরসিসি ঢালাই দেয়া হয়েছে। ঢালাইয়ের কাজে সঠিক পরিমাণে সিমেন্ট ব্যবহার করা হয়নি। ঢালাই শেষে গ্রাউটিং করে ঢেকে দেয়া হয়েছে। এসব কাজ করার সময় সংশ্লিষ্ট বিভাগের কোন কর্মকর্তাকে তদারকি করতে দায়িত্বে দেখা যায়নি।
নির্মাতা প্রতিষ্ঠানের প্রতিনিধি জামাল হোসেন বলেন, সিডিউল মেনেই কাজ করা হচ্ছে।
প্রকল্পটি তদারকির দায়িত্বে থাকা বাউফল এলজিইডি’র উপ-সহকারি প্রকৌশলী আলী ইবনে আব্বাস বলেন, কোন অনিয়ম করার সুযোগ নেই। ঠিকাদারকে সব কাজ সিডিউল মেনেই করতে হবে। কোন অনিয়ম হলে বিল পরিশোধ করা হবে না।