পটুয়াখালীর বাউফলের কালিশুরী ইউনিয়নের ৮নং ওয়ার্ড আড়াইনাও পাতিলাপাড়া সড়কের পাশ থেকে মোতালেব আকন (৬৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। বাউফল থানার পুলিশ বুধবার সকাল ১০টার দিকে তার লাশ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, লাশের শরীরের বিভিন্ন অংশে ক্ষতের চিহ্ন রয়েছে। মোতালেব আকন ৪ ছেলে ও ২ মেয়ের জনক। লাশের পাশে একটি দা পাওয়া গেছে এবং রাস্তার দুই পাশে কয়েকটি কলা গাছ কাটা ছিল।
নিহতের ছেলে আব্বাস আকন (৪০) জানান, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তার বাবা প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বাইরে বের হন। এরপর আর ঘরে ফিরে আসেননি। সকাল পৌনে ৭টার দিকে স্থানীয় ইদ্রিস মোল্লা নামে এক ব্যক্তি রাস্তার পাশে তার লাশ পরে থাকতে দেখে তাদেরকে খবর দেন।
এ ব্যাপারে বাউফল থানার ওসি আল মামুন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছি। এ ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা করছি।
যুগান্তর থেকে সংগ্রহীত।