পটুয়াখালীর দশমিনা উপজেলার ৭টি ইউনিয়নের ৭০জন গ্রাম পুলিশের মাঝে বিনামূল্যে বাইসাইকেল, জামা-প্যান্ট, বেল্ট, জুতা-মুজা, লাঠি ও মজুরি বাবদ ৩ শ’ ৫০ টাকা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসন কার্যালয় চত্বরে এসব বিতরন করা হয়।
ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানদের সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এ বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আল আমিন বলেন, এ বাইসাইকেল বিতরণের ফলে স্থানীয় গ্রাম পুলিশদের কাজ আরও গতিশীল হবে। ইউনিয়ন পরিষদের সব তথ্য তারা গ্রামে গ্রামে দ্রুত পৌঁছে দিতে পারবে