পটুয়াখালীর দুমকিতে ০৪ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১৯ আগষ্ট ) দিবাগত গভীর রাত ০১টার দিকে উপজেলার তালতলী বাজার এলাকায় এসআই উত্তম কুমার ভাটের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ কামাল হোসেন (৪০) কে গাজাঁসহ হাতেনাতে আটক করে। আটককৃত ওই মাদক ব্যবসায়ী কামাল দুমকির চর বয়রা এলাকার আবুল কাশেমের ছেলে।
পুলিশ জানায়, মাদক ব্যবসায়ী কামালের দোচালা ঘরে বিপুল পরিমাণ গাঁজা মজুদ আছে এমন তথ্য পেয়ে অভিযান চালানো হয়। পরে কাপড়ের ব্যাগে রক্ষিত অবস্থায় ০৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
দুমকি থানার ওসি মো. মেহেদী হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বরিশাল রেঞ্জ ডিআইজি ও পটুয়াখালী জেলা পুলিশ সুপার মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে দুমকিতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে রয়েছে পুলিশ। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।