“বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দূর করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর দশমিনায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল সাড়ে ৪টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. আল আমিন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহাবুব আলম তালুকদার, মেরিন ফিসারিন্স কর্মকর্তা মো. নাজমুল হোসেন ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।