নারী!
লেখকঃ শফিকুল ইসলাম
সুবিশাল আর দূর্বোধ্য মহাকাব্য,
যার কেবল আদি আছে, অন্ত খোঁজে সে সাধ্য কার!
তোমারেই দেখি আমি বহুরুপে সহস্রবার….
জননীরুপে মমতার ভান্ডারী, ভাগিনীরুপে স্নেহের পূঁজারী, প্রেয়সী রুপে প্রেমের হিমাদ্রী।
তুমি অনুপমা, অনুপ্রেরণা, ধৈর্য্যবতী…..
চাইলেই পারো শতবর্ষী তপস্বীর ধ্যান ভাঙ্গতে,
নিরেট প্রস্তরে সুগন্ধি পুষ্প ফুটাতে, নিস্তরঙ্গ জলাধারে সুর-তাল-লয়ের কলকলে স্রোত ধারা ছোটাতে!
নিজের আলোকিত করো, কারো সমৃদ্ধ অহর্নিশ, তোমার হিরন্ময় দ্যুতিতে জ্বলুক আলো জগৎময়!
নারী তুমি, অন্ধকার আচ্ছাদিত ভূবনে ছড়াও উজ্বল আলোক রাশি
প্রিয়ার আকুলতায়, গভীর নিশিতে বাজানো তুমি বাঁশরীর হাতের বাঁশি,
তুমি প্রসব বেদনার মৃত্যু যন্ত্রনা শেষে, মায়ের বুকে জড়ানো শিশুর মায়া
হাশর প্রাঙ্গনে, দ্বাদশ রবির বহ্নি জ্বালায়, তুমি আরশের নিচে শান্তির ছায়া।
তোমা মাঝে যেন রহে নিহিত জগৎ মূখ, তোমাতে বুকেই পূর্ণতা পাক বিশ্বনিখিল।
উৎসর্গে,
“মা”