পটুয়াখালীর বাউফল উপজেলা সিঙ্গেল এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কমিটির বিষয়টি জানানো হয়েছে। ফেসবুকে ঔই কমিটির একটি তালিকা সহ ছবি আপলোড করা হলে মুহুর্তেই তা ভাইরাল হয়ে যায়।
সেখানে ২০২২-২৩ মেয়াদে এই কমিটি দায়িত্ব পালন করবে বলে এমনটাই উল্লেখ করা হয়।।
৩৪ সদস্যের এই কমিটিতে মাজহারুল ইসলাম সৈকতকে সভাপতি ও মো. রইসুল ইমনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন সহ- সভাপতি- তামিমুল হাসান তুহিন, হাসিবুল আকন্দ (নাঈম), গোলাম কিব্রিয়া রাকিব, এস এম আব্দুল্লাহ, মেহেদী হাসান বাবু, আক্তারুজ্জামান ইলিয়াস, রিয়াদ আফ্রিদি শিবলী, নয়ন দত্ত। যুগ্ম সাধারণ সম্পাদক- মেহেদী হাসান রনি, তন্ময় (কালাইয়া), নাঈম শিকদার, শাহ ওলিউল্লাহ উজ্জ্বল, জহিরুল ইসলাম ইমন।সাংগঠনিক সম্পাদক – তুষার দেবনাথ, আব্দুল্লাহ আল ফাহাদ, রোমানুর রহমান লিন্টু, দপ্তর সম্পাদক – সাকলাইন (তোফাজ্জেল), প্রচার সম্পাদক – হাসনাইন ইসলাম ইমন, কর্মসূচি সম্পাদক – মুজাহিদুল ইসলাম সিয়াম, সাংস্কৃতিক সম্পাদক – শ্রাবণী দাস বৃষ্টি, উন্নয়ন সম্পাদক – আবু তালহা সমুদ্র, আপ্যায়ন বিষয়ক সম্পাদক – রাইদুল খান কৌশিক, ছাত্রী বিষয়ক সম্পাদক – ইজাবল ফরচুনা (শাহনাজ), সদস্য- তরিকুল ইসলাম সুমন, সুরঞ্জিত কুমার ঘোষ (দূর্জয়), শাহরিয়ার সানজু, রনজন দ্বীপ, ইসতিয়াক হিমেল, ফেরদৌস খান, মো. রবিউল, সামিয়া চৌধুরী মিম, মারজান বিন জাহাঙ্গীর।
প্রসঙ্গত, কমিটির পদধারী কোনো ব্যক্তি সম্পর্কে জড়ালে তাকে উক্ত বদ থেকে অব্যাহতি প্রদান করা হবে।
উক্ত কমিটির ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি বলেন, দুনিয়ার সকল সিঙ্গেলদের এক ছায়াতলে নিয়া আসাই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য। কমিটির কেউ গোপনে সম্পর্কে জড়িয়েও অব্যাহতি না নিলে, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে তাকে বহিষ্কার করা হবে এবং জরিমানা করা হবে।