পটুয়াখালীর বাউফলে পদ-পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরনের দাবীতে কর্ম বিরতি পালন করেছে বাউফল উপজেলা কালেক্টর সমিতি। বৃহস্পতিবার ১১ ঘটিকায় উপজেলা পরিষদের সামনে পূর্ণ দিবস এ কর্মবিরতি পালন করা হয়।
অফিস সহকারী সানোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে বক্তব্য রাখেন, স্টোনো টাইপিস্ট আনিচুর রহমান, ভূমি অফিসের নাজির মো. রাসেল, সিএকাম ইউডিএ নাসির উদ্দিন ও অফিস সহকারি মো. ফিরোজ আলম প্রমুখ।
আয়োজিত কর্মসূচিতে বক্তারা বলেন, বিভাগীয় কমিশনার অফিস জেলা প্রশাসকের কার্যালয় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা ভূমি অফিসে কর্মরত সকল কর্মচারীরা তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। নিচের গ্রেডে চাকুরী করে তহশীলদাররা ১১তম গ্রেডে চলে গেলেও আমাদের কোন ব্যবস্থা করা হয় নাই। এটা আমাদের জন্য খুবই কষ্ট দায়ক। সরকার আমাদের যথাযথ মূল্যয়ন করবে এটাই আমাদের দাবী। দাবী আদায় না হওয়া পর্যন্ত আমাদের এ কর্মবিরতি চলমান থাকবে।