পটুয়াখালীর বাউফলে কুকুরের কামড়ে তিন জন আহত হওয়ার ঘটনা ঘটছে। আজ (১২ মে’২২) দুপুর তিনটার সময় উপজেলা গেটের সামনে এই ঘটনা ঘটে।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।আহতরা হলেন হাবিবুর রহমান (৩৫), জবেদা বেগম(৬০) ও শাওন (২০)।
আহত হাবিবুর রহমান বি আর ডিপি ফিল্ড অফিসার পদে বাউফলে কর্মরত আছেন। হাবিবুর রহমান বলেন, উপজেলা গেটের সামনে দাঁড়িয়ে আমি ফোনে কথা বলতেছিলাম। হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই একটা কুকুর আমাকে কামড় দেয়। আমাকে কামড়ানোর পরে অপর দুই পথচারীকেও কামড়ায়।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে কুকুরটি স্থানীয় কয়েকজনের পোষা ছাগল কামড়ায়। এরপর উপজেলা গেটের সামনে এসে তিনজন পথচারীকে কামড়ে আহত করে। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী কুকুরটি পিটিয়ে মেরে ফেলে।
এ বিষয়ে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মোঃ সাইদুর রহমান বলেন, কুকুরের কামড়ে জলাতঙ্ক রোগ হওয়ার আশংকা শতভাগ তাই আহতদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেয়া হয়েছে।