পটুয়াখালী বাউফলের পৌর শহরের গুলশান পাড়ায় অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তার বাসায় চুরির ঘটনা ঘটেছে। বাসায় থাকা খাট,ফ্রিজ,টিভি সহ সব ধরনের মালামাল নিয়ে গিয়েছে চোরেরা।
তবে কবে থেকে মালামাল সরিয়েছি সে ব্যাপারে সঠিক তথ্য দিতে পারেনি ভুক্তভোগী পরিবারটি।।
এ ঘটনায় বাউফল থানায় লিখিত অভিযোগ করা হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত চুরি হওয়া কোনো মালামাল উদ্ধার করতে পারেনি তারা।
ভুক্তভোগী বাসার বাসিন্দা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকতা সিরাজুল হোসেন(৭৫) ও থানা সূত্রে জানা যায় মেয়ের পরিক্ষার কারনে বাউফলের বাসা তালা দিয়ে সিরাজুল হোসেনের পরিবারের সবাই অনেকদিন যাবত বরিশালে অবস্থান করছেন।
গত শনিবার বাউফলে তাদের বাসা দেখাশোনার দায়িত্বে থাকা প্রতিবেশীর মাধ্যমে মোবাইল ফোনে জানতে পারেন তাদের বাসার সামনে সোফার ফোম এবং পিছঁনের রান্না ঘরের দরজা ভাঙা রয়েছে।
এ ঘটনা শুনে রবিবার সিরাজুল হোসেন এবং তার স্ত্রি বাউফলে আসেন। বাসায় এসে বাসার পিছঁনের দরজা ভাঙা অবস্থায় দেখতে পান, বাসায় প্রবেশ করে তারা হতভম্ব হয়ে যায়। সমগ্র বাসা এলেমেলো অবস্থায় রয়েছে,বাসার দেয়ালের ইট ব্যাতীত আর কিছুই নেই।
ভুক্তভোগী বাসার বাসিন্দা অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকতা সিরাজুল হোসেনের স্ত্রী বলেন ” আমার এতদিনের সাজানো সংসার শেষ। খাট,ফ্রিজ,টিভি,মিরসিব,ফ্যান, রান্না করার চাল-ডাল,আলমারিতে থাকা গুরুত্বপূর্ণ কাগজপত্র,সেলাই মেশিন সহ সব জিনিসপত্র নিয়ে গিয়েছে। বাসার কিছুই অবশিষ্ট নেই। আমি আমার মালামাল ফেরত চাই সেই সাথে চোরদের ও শাস্তি চাই।
এ ঘটনায় বাউফল থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করলেও ঘটনার অগ্রগতি সম্পর্কে জানতে বাউফল থানার ওসি আল মামুনকে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেন নি।।