পটুয়াখালীর বাউফল উপজেলায় গতকাল শুক্রবার (১৫ জুলাই) রাত ৮টার দিকে হাসপাতাল সড়ক এলাকার আল আমিন আবাসিক হোটেলে অভিযান চালায় প্রশাসন। এ সময় আপত্তিকর অবস্থায় ২জনকে আটক করে।
গতকাল শুক্রবার (১৫ জুলাই) রাত ৮টার দিকে১৫ দিনের বিনাশ্রম করাদন্ড দেয় ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যামান আদালতের নির্বাহী মেজিষ্ট্রেট ছিলেন বাউফল সহকারী কমিশনার (ভুমি) বায়েজিদুর রহমান।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, গোপন সুত্রে খবর পেয়ে শুক্রবার রাত ৮টার দিকে বাউফল সহকারী কমিশনার (ভুমি) নেতৃত্বে ভ্রাম্যমান আদালত উপজেলার হাসপাতাল সড়ক এলাকার আবাসিক হোটেল আল আমিনে অভিযান চালায়। এ সময় মো. জাকির হোসেন (৩০) ও বিউটি বেগম (৩৫) নামে দুইজনকে আপত্তিকর অবস্থায় আটক করে। পড়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুইজনকে ১৫ দিনের বিনাশ্রম করাদন্ড দেয়।
সহকারী কমিশনার (ভুমি) বায়েজিদুর রহমান বলেন, “আবাসিক হোটেলটির বিরুদ্ধে অনৈতিক ভাবে ব্যবসা বানিজ্যের অভিযোগ ছিল। তাই গোপন সুত্রে খবর পেয়ে অভিযান করে দুইজনকে কারাদন্ড দিয়ে হোটেলটি সিলগালা করে দেওয়া হয়েছে।”
ট্রিবিউন