পটুয়াখালীর বাউফলে ২০ গ্রাম গাঁজাসহ মোঃ রিয়াজ(২২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
রবিবার রাত ৯ টার দিকে বাউফল উপজেলা পরিষদ চত্তর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সে বাউফল পৌরসভার ৯নং ওয়ার্ডের মোঃ সুমনের ছেলে।
বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল আমিন বলেন “গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে উপজেলা চত্তরে অভিযান চালিয়ে বাউফল থানা পুলিশের সহায়তায় ঔই যুবক কে আটক করা হয়।
এসময় তার নিকট হতে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এই ব্যাপারে বাউফল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামীকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে”।।